রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ভিসি ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো: আলতাফ হোসেন ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
মরহুমের জানাজা নামাজ বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চাঁপাইনবাবগঞ্জ চাঁদলাই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
অধ্যাপক ড. আলতাফ হোসেন বিশ্ববিদ্যালয়ে ১৯তম ভিসি হিসেবে ২০০৫ থেকে ২০০৮ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১১ সালে অবসরে যান। এর আগে তিনি ভিসি ছাড়াও প্রো-ভিসি, ডিন ও শিক্ষক সমিতির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক আলতাফ হোসেন সম্পর্কে রাবি শিক্ষা পরিষদের সদস্য অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, স্বজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন অধ্যাপক হোসেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ও মিষ্টভাষী ছিলেন।