শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

রাম চরণের সঙ্গে তামিল সিনেমায় সালমান

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন
রাম চরণের সঙ্গে তামিল সিনেমায় সালমান

দক্ষিণ সুপারস্টার রাম চরণকে নিয়ে শিগগিরই ‘আর-১৫’ শিরোনামের একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ভারতের গুণী পরিচালক শংকর। সিনেমাটিতে রামের বিপরীতে অভিনয় করবেন আরেক জনপ্রিয় মুখ কিয়ারা আদভানী।

এবার সিনেমাপাড়ায় গুঞ্জন রাজনৈতিক অ্যাকশন ঘরনার এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান।

সম্প্রতি বলিউড হাঙ্গামা সিনেমাটির এক সূত্রের বরাতে প্রতিবেদনে প্রকাশ করেছে এ খবর৷ সেখানে বলা হয়েছে, সিনেমাটির গল্প অনুযায়ী একজন সৎ পুলিশ অফিসারের চরিত্র রয়েছে এবং সেই পুলিশের বয়স অবশ্যই রামের থেকে বেশি হওয়া দরকার।

সাথে রয়েছে বেশ কিছু অ্যাকশন সিকুয়েন্স।সিনেমার পরিচালক এবং অভিনেতা সবাই এ চরিত্রটিতে বলিউড সুপারস্টার সালমানকে চাইছেন।

ইতিমধ্যে সিনেমাটি নিয়ে সালমানের সঙ্গে কথাও বলেছেন শংকর এবং রাম। সব মিলিয়ে সালমানের থেকে ২৫-৩০ দিনের শিডিউলও চেয়েছেন তারা। তবে টাইগার সিরিজের তৃতীয় কিস্তি শুরু করা সালমান এখনো নিশ্চিত করে কোনো কিছু জানাননি।

প্রসঙ্গত, ভারতের একজন আইএএস অফিসারের রাজনৈতিক নেতার হওয়ার গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘আর-১৫’।

সবকিছু ঠিক থাকলে মাসখানেকের মধ্যেই শুরু হবে সিনেমার শুটিং। পরিচালক শংকরের ইচ্ছা চলতি বছরের শেষ দিকে সিনেমার কাজ শেষ করে ২০২২ সালের প্রথম দিকেই ‘আর-১৫’ মুক্তি দেবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English