রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

রাষ্ট্র পরিচালনায় শ্রমিক-কর্মচারীদেরও রাখতে হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৬১ জন নিউজটি পড়েছেন

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে রাষ্ট্র ব্যবস্থাপনাসহ পে-কমিশন, মজুরি কমিশন এবং প্রশাসনে শ্রমিক-কর্মচারীদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।

শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, দেশে করোনা মহামারির পাশাপাশি ধর্ষণ, গুম, খুন, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজিও মহামারি আকার ধারণ করেছে। এরই মধ্যে পাটকল বন্ধ, বিনা নোটিশে গার্মেন্ট শ্রমিকদের ছাঁটাই, বেসরকারি শিল্প-কলকারখানায় শ্রমিক ছাঁটাই, চাকরি হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের হয়রানি চলমান করোনা সংকটকে আরও কঠিন করে তুলছে। এ থেকে উত্তরণ ঘটাতে সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে।

শ্রমিক জোটের সহসভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সহসভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, শ্রমিক নেতা আবদুর রাজ্জাক রাজা, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএস ফয়েজ, মোশারেফ হোসেন মন্টু, আমিন উদ্দিন বিএসসি, এমএ আউয়াল, এবিএম জামাল উদ্দিন, আবদুল মালেক গাজী, ছরওয়ার আজম আরজু, ইঞ্জিনিয়ার ওছমান গনি, আবুল হোসেন মিয়া, পরিবহন শ্রমিক নেতা আমির হোসেন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English