ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিতে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পা। তিনটিতেই সফল সিআর সেভেন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এখন জুভেন্তাসে। প্রথম দুই লিগে প্রায় সব শিরোপাই জিতেছেন তিনি। বাকি ছিল জুভেন্তাস। সেখানেও একটা বৃত্ত করলেন পূরণ। বুধবার রাতে আতালান্তাকে হারানোর মধ্য দিয়ে কোপা ইতালিয়া জেতে জুভেন্তাস। যার মধ্যে দিয়ে শীর্ষ পাঁচ লিগের তিনটিতেই ঘরোয়া সব ট্রফি উঠল রোনালদোর হাতে।
মনটা ভালো ছিল না! কিন্তু শেষ বেলায় এসে কোপা ইতালিয়ার ট্রফিটা হাতে পেয়ে হাসিমুখেই আন্দ্রে পিরলো বললেন, ‘জুভেন্তাসের কোচিং চেয়ারে থাকতে চান লম্বা সময়।’ কে জানে তার মনের আশা পূরণ হয় কিনা। তবে লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ হারানো জুভেন্তাসের জন্য এই ট্রফি সত্যিই অনেক বড় স্বস্তির। সেই সঙ্গে কোচ পিরলোরও প্রথম ট্রফি বলে কথা।
আতালান্তার বিপক্ষে ২-১ গোলের জয়ে এই শিরোপা নিশ্চিত হয় ইতালিয়ান জায়ান্টদের। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩১তম মিনিটেই এগিয়ে যায় জুভরা। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৪১তম মিনিটে আতালান্তাকে সমতায় ফেরান রাসলান। এই সমান সমান স্কোর নিয়ে অনেকটা সময় দু’দল লড়াই করে। শেষ পর্যন্ত ম্যাচের ৭৩তম মিনিটে ফেডেরিকোর গোলে এগিয়ে যায় জুভেন্তাস। যে গোলটাই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ম্যাচের পর জয়োচ্ছ্বাস নিয়ে জুভ কোচ বললেন ফাইনাল হয়েছে ফাইনালের মতোই, ‘দারুণ একটা ম্যাচ হলো, দুই দলই শেষ অবধি লড়াই করেছে। আসলে এখানেই ফাইনালে আনন্দ।’