কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের বাড়িতে হানা দিয়েছে করোনা ভাইরাস। পাঁচ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। যে কারণে শনিবার গোটা বিল্ডিংটি সিল করে দেওয়া হয়েছে। তবে লতা মঙ্গেশকর ও তার পরিবার সুস্থ এবং নিরাপদ আছেন।
শিল্পীর পরিবারের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রভুকুঞ্জ সিল করা হয়েছে কি না, তা জানতে আমাদের কাছে ফোন কলের বন্যা বয়ে যাচ্ছে। আবাসন সোসাইটি ও পুর কর্তৃপক্ষ মিলে বিল্ডিংটি সিল করে দিয়েছে।’
‘এই আবাসনে বহু প্রবীণ মানুষের বসবাস। তাই সতর্কতামূলক ব্যবস্থা নেয়াটা বাধ্যতামূলক। এই সময়ে সহযোগিতাপূর্ণ আবহ ও সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।’
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো বিষয়ে অপপ্রচারকে গুরুত্ব দেবেন না। কোনো প্রকার প্রতিক্রিয়া থেকেও বিরত থাকুন।’