বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

লস্কর গাহ শহরের অধিকাংশ এলাকাই তালেবান দখলে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪৪ জন নিউজটি পড়েছেন
তালেবান যোদ্ধারা বাড়ি বাড়ি গিয়ে বিদেশিদের সহায়তাকারী আফগানদের খুঁজছে

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ-র অধিকাংশ এলাকাই তালেবান দখল করে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

লস্কর গাহ ও তার আশাপাশে তালেবান এবং সরকারি সৈন্যদের মধ্যে লড়াইয়ে গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। হেলমান্দ প্রদেশে এখনও তীব্র লড়াই চলছে।

তালেবান ইতোমধ্যেই লস্কর গাহ্-এর কেন্দ্রস্থলে ঢুকে পড়েছে এবং শহরের সরকারি প্রচারমাধ্যমের অফিস দখল করে তাদের অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছে।

তবে হেলমান্দে আফগান বাহিনীর অধিনায়ক জেনারলের সামি সাদাত বলেছেন, তালেবান কিছু জায়গা দখল করেছে ঠিকই, কিন্তু তারা সেখানে টিকতে পারবে না।

তিনি যত শীঘ্র সম্ভব লস্কর গাহর বাসিন্দাদের শহর ছেড়ে যাবার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ বলছে, একদিকে তালেবানের স্থল অভিযান, আর অন্য|দিকে সরকারি বাহিনীর বিমান হামলা – এ দুয়ের মাঝে পড়ে বিপন্ন হয়ে পড়েছে বেসামরিক মানুষজন। লড়াইয়ের কারণে লস্কর গাহ এবং পাশের প্রদেশের রাজধানী কান্দাহার থেকে হাজার হাজার লোক ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে।

হেলমান্দের ওপর তালেবানের এই হামলা আফগানিস্তানে তাদের সবচেয়ে বড় অভিযান। তালেবান যদি লস্কর গাহ্ দখল করতে পারে তাহলে সেটি হবে ২০১৬-র পর প্রথম প্রাদেশিক রাজধানীর পতন, এবং সরকারি বাহিনীর জন্য এক বড় আঘাত। কারণ আমেরিকান এবং ব্রিটিশ বাহিনী আফগান সরকারি বাহিনীর সৈন্যদের এখানেই প্রশিক্ষণ দিয়েছে।

তালেবান একযোগে তিনটি প্রাদেশিক শহর দখল করার জন্য আক্রমণ চালাচ্ছে। লস্কর গাহ ছাড়া অন্য দুটি শহর হচ্ছে কান্দাহার ও হেরাত।

কান্দাহারের বিমান বন্দরে রোববার তালেবান রকেট হামলা চালায়। গত তিনদিনে এখানে ৫ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছে বলে জাতিসংঘ মিশন জানিয়েছে।

আফগানিস্তানের কোন অংশ কারা নিয়ন্ত্রণ করছে তার চিত্র
কান্দাহার দখল করতে পারলে তালেবান দেশটির দক্ষিণাঞ্চলে শক্ত ভিত্তি পেয়ে যাবে। এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরেও যুদ্ধ চলছে।

হেলমান্দে সরকারি বাহিনীর প্রধান জেনারেল সামি সাদাত জানিয়েছেন, এই লড়াইয়ে অন্যান্য ইসলামী জঙ্গী গোষ্ঠীর সদস্যরা তালেবানের সাথে যোগ দিচ্ছে।

তিনি হুঁশিয়ার করে বলেন, “তালেবান জয়লাভ করলে তা শুধু লস্কর গাহ-কেই হুমকিতে ফেলবে না। তিনি বলেন, এর ফলে চোরাগোপ্তা হামলার ঘটনা বেড়ে যাবে। ইউরোপ বা আমেরিকাতে যেসব ছোট কট্টরপন্থী সংগঠন গোপনে কাজ করছে, তারা নতুন নতুন সদস্য জোগাড়ে উৎসাহিত হবে।”

সার্বিকভাবে বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বলে জেনারেল সামি উল্লেখ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English