রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

‘লার্নিং অ্যান্ড আর্নিং’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৫৯ জন নিউজটি পড়েছেন

দেশের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সরকার বাস্তবায়ন করছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প।

এ প্রকল্পটির মাধ্যমে সারা দেশের তরুণ ও তরুণীদের আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে দক্ষ জনশক্তিতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘বাংলাদেশের তরুণরা নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তারা নিজের পায়ে দাঁড়াবে, নিজের বস নিজে হবে’।

লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে অনেক তরুণই উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হবে এবং এ প্রকল্পের মাধ্যমে আইটি সেক্টরে হাজারও তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে পরিচালিত লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পটি অতি অল্প সময়ে সারা দেশব্যাপী তরুণদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করার পাশাপাশি অবিস্মরণীয় সাফল্য বয়ে এনেছে। প্রকল্পটির মাধ্যমে ইতোমধ্যে মিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আয় করে তরুণরা একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ প্রকল্পের ১৫টি লটের মধ্যে শুধু লট ৮-এর অধীনে চলমান প্রশিক্ষণের মাধ্যমে এক লাখ ডলারেরও বেশি বৈদেশিক মুদ্রা আয় করে সাফল্য বয়ে এনেছে প্রশিক্ষণার্থীরা। লট ৮-এর প্রশিক্ষণ কার্যক্রমটি দেশের যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদাহ এবং নড়াইল জেলায় চলমান রয়েছে।

তথ্যপ্রযুক্তিবিদ, ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়াকত হোসাইন, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পটির অবিস্মরণীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘প্রকল্পটির শুরু থেকেই আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সার্বক্ষণিক দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলোকে উৎসাহ প্রদানের পাশাপাশি এ প্রকল্পটির গুণগত মান যাতে ঠিক থাকে সেজন্য কঠোরভাবে পর্যবেক্ষণ করছেন। জুনাইদ আহমেদ পলকের বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রি যেমন নতুন একটি রূপ পেয়েছে তেমনি তার সঠিক মনিটরিং ব্যবস্থার কারণে এ প্রকল্পটি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে’।

সারা দেশে ৬৪টি জেলা ও ৪৯২টি উপজেলায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বর্তমান প্রকল্পের আওতায় ৪০ হাজার তরুণ-তরুণীকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English