রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

লালমনিরহাটে শিশু সন্তানকে হত্যার দায়ে ববি বেওয়া (৫০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ববি বেওয়া লালমনিরহাট শহরের শাহাজাহান কলোনির মৃত ইমান আলীর স্ত্রী। মামলায় অন্য চার আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

খালাসপ্রাপ্তরা হলেন- শহরের শাহাজাহান কলোনির মীনা বেগম, লিটন, নূর আলম ও আইয়ুব আলী। মঙ্গলবার বিকালে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালর ৩ ডিসেম্বর লালমনিরহাট শহরের শাহাজাহান কলোনি এলাকার মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ৯ বছরর শিশু কন্যার সঙ্গে ববি বেওয়ার মেয়ে খাদিজা বেগম (৯) খেলা করছিল। এক পর্যায়ে শিশু দুটির মাঝে ঝগড়া বাঁধলে ববি বেওয়া খাদিজাকে কিল ঘুষি ও পাথর দিয়ে মাথায় আঘাত করেন। চিকিৎসাধীন অবস্থায় ৫ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশু খাদিজা। এ ঘটনায় ৫ জনকে আসামি করে ৩ ডিসেম্বর লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English