শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

লিভারপুল ছাড়ছেন সালাহ!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার স্বাদ পেল লিভারপুল।

এ অর্জনে দলের মিসরীয় তারকা মোহামেদ সালাহর মূল্য এখন আকাশচুম্বী।

এরই মধ্যে বিভিন্ন ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর– লিভারপুল ছাড়ছেন সালাহ! তাকে দলে নিতে দীর্ঘদিন ধরে যোগাযোগ রক্ষা করে চলছে রিয়াল মাদ্রিদ। এবার নাকি স্প্যানিশ ক্লাবটির সেই অপেক্ষায় সাড়া দিতে চলেছেন সালাহ। লিভারপুল আপত্তি না করলে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি হতে পারে তার।

তবে এমন জল্পনায় সরাসরি কোনো বক্তব্য না দিলেও বিষয়টি থামিওয়েও দেননি সালাহ। তার কথায় যে কোনো মুহূর্তে অলরেডদের ছেড়ে জিদানের শিষ্যত্ব গ্রহণের ইঙ্গিত পাওয়া গেল।

সম্প্রতি কলম্বিয়ান রেডিও এলএ এফএম কলম্বিয়ানাকে সাক্ষাৎকার দিয়েছেন ২৮ বছর বয়সী এ মিসরীয় ফরোয়ার্ড। সেখানে তাকে লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল।

জবাবে আগে এক গাল হেসে সালাহ বলেন, ‘আমি আজ এবং এই মুহূর্তটা উপভোগ করতে চাই। ভবিষ্যতে কী ঘটবে তা কেউ জানে না। দেখা যাক কী হয়। আমরা চ্যাম্পিয়নস লিগ জিতেছি, ইংলিশ লিগ জিতেছি। এসব অর্জনে আমি খুশি। কিন্তু ভবিষ্যতে কী হবে সেটির নিশ্চয়তা দিতে পারছি না। দেখা যাক কী হয়। তবে লিভারপুলে এখন আমি খুশি আছি।’

সালাহর এমন বক্তব্যে ইংল্যান্ডের সংবাদমাধ্যমের ধারণা– ৩০ বছর পর চ্যাম্পিয়ন হয়ে উড়ছে লিভারপুল। সঙ্গে সালাহও। তাই এবার সময় এসেছে বেতন বাড়ানো। আর বেতন বাড়াতে চাপ দেয়ার কৌশল হিসাবেই এমন বক্তব্য দিয়েছেন সালাহ।

প্রসঙ্গত রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে যোগ দেন সালাহ। ২০২৩ সাল পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি রয়েছে তার। অ্যানফিল্ডে এই তিন বছরে জিতেছেন চারটি ট্রফি। লিগ ছাড়াও আছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ইংলিশ দলটির হয়েই দুর্দান্ত খেলে তারকা ইমেজ পেয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English