লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের পর দেশটিতে শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে দেশটির মন্ত্রীসভা পদত্যাগ করতেও বাধ্য হয়। তবে এরপরও প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রেখেছে বিক্ষোভকারীরা।
বিবিসি জানায়, গতকাল সন্ধ্যায় লেবাননের গোটা মন্ত্রীসভা পদত্যাগ করে। পর পর তৃতীয় রাত ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সংসদ ভবনের সামনে প্রতিবাদ জানায়।
খবরে বলা হয়, বিক্ষোভকারীরা ইঁটপাটকেল এবং আতসবাজি ছুঁড়লে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়।
প্রসঙ্গত, গত সপ্তাহখানেক আগে বৈরুত বন্দরের ভয়াবহ বিস্ফোরণে ২০০ জনের বেশি মানুষ মারা যাবার পর মানুষের মধ্যে ক্রোধ ক্রমশ বাড়তে থাকে। বন্দরে ২,৭৫০ টন বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট পর্যাপ্ত নিরাপদ ব্যবস্থা না নিয়ে ছয় বছর ধরে মজুত রাখতে দেয়ায় মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে।