রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শচীনের চেয়েও একধাপ এগিয়ে কোহলি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০টি সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন শচীন টেন্ডুলকার। ভারতীয় সাবেক এই তারকা ক্রিকেটারের চেয়ে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন বিরাট কোহলি।

ক্যারিয়ারের প্রথম ১২ বছরে ওয়ানডে ক্রিকেটের ২৭২ ইনিংসে ৪৩.৭৩ গড়ে ৩১টি সেঞ্চুরি আর ৫৩টি ফিফটির সাহায্যে ১০ হাজার ৮০৩ রান করেছেন শচীন। প্রথম ১২ বছরে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ১৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন টেন্ডুলকার।

অন্যদিকে বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটের প্রথম ১২ বছরে ২৩৯ ইনিংসে ৫৯.৩৩ গড়ে ৪৩টি সেঞ্চুরি আর ৫৮টি ফিফটির সাহায্যে করেছেন ১১ হাজার ৮৬৭ রান। এক যুগে শচীনের চেয়ে ৩৩ ইনিংস কম খেলে ১ হাজার ৬৪ রান বেশি করেছেন কোহলি।

১২ বছরে ওয়ানডেতে শচীন করেছেন ৩১টি সেঞ্চুরি, সমান সময়ে তার চেয়ে ১২টি সেঞ্চুরি বেশি করেছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। একই সময়ে ওয়ানডেতে রান, এভারেজ, স্টাইকরেট, সেঞ্চুরি ও ফিফটির তুলনায় শচীনের চেয়েও এগিয়ে কোহলি।

শচীন ২৫ বছর ক্রিকেট খেলে করেছেন ১০০টি সেঞ্চুরি। আর মাত্র ১২ বছর খেলেই টেস্ট, ওয়ানডে ও টি-টেয়েন্টি মিলে ইতিমধ্যে ৭০টি সেঞ্চুরি করেছেন বিরাট।

আর এসব কারণেই ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, শারীরিকভাবে সুস্থ থাকলে অচিরেই শচীনের মতো কিংবদন্তি ক্রিকেটারকে ছাড়িয়ে যাবেন বিরাট কোহলি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English