মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

শহরে ঢুকতে হলে পরতে হবে মাস্ক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

রংপুরের বদরগঞ্জে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। শহরে প্রবেশ করলেই বাধ্যতামূলক মুখে পরতে হবে মাস্ক। এছাড়াও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে ‘নো মাস্ক নো এন্ট্রি’ ঘোষণা দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের কঠোর সিদ্ধান্তে পৌর শহরের পাঁচটি পয়েন্টে আনসার বাহিনীর সদস্যদের দিয়ে মাস্ক পরতে বিশেষ ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর শহরে প্রবেশ করতে হলে বাধ্যতামূলক মুখে মাস্ক পরতে হবে। একই সঙ্গে করোনার ভয়াবহতা সম্পর্কে উদ্বুদ্ধকরণ করতে মাইকে চালানো হচ্ছে প্রচারণা।

বৃহস্পতিবার দুপুরে বদরগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরে প্রবেশ করার মুখগুলো আনসার সদস্যদের দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে। মুখে মাস্ক পরতে বাধ্য করা হচ্ছে সাধারণ পথচারীসহ যানবাহনে অবস্থান করা যাত্রীদের। একই সঙ্গে মোটরসাইকেল চালকদের হেলমেট মাথায় পরতে বাধ্য করা হচ্ছে।

আক্কাস আলী নামে এক পথচারী বলেন, নিজেদের সুরক্ষার জন্য হলেও মুখে মাস্ক পরা দরকার। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনীয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, চলতি বছরের জুন মাসে আমরাই প্রথম ‘নো মাস্ক নো সার্ভিস’ এর আইডিয়া গ্রহণ করে কাজ শুরু করেছি। এবারে শহরের প্রবেশমুখে আনসার সদস্যদের দিয়ে মাস্ক পরতে বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে যানজট নিয়ন্ত্রণসহ করোনার ভয়াবহতা সম্পর্কে সতর্কতামূলক মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালানোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করতে বদরগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১০ ইউনিয়নের হাট-বাজারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English