সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শহরের সেরা নির্মাতা অমি, ব্যাচেলর পয়েন্টের শুটিংয়ে অংশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে এবার অভিনয় করছেন ফারিয়া শাহরিন। ধারাবাহিকটির নোয়াখালী পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন এই লাক্স তারকা। বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ‘আমরা নোয়াখালীর সোনাইমুড়িতে ব্যাচেলর পয়েন্টের শুটিং করছি।’

এদিকে ফারিয়া শাহরিন ফেসবুকে ব্যাচেলর পয়েন্টের শুটিং স্পট থেকে একটি ছবি পোস্ট করেছেন। ছবি মুখ্য নয়। তবে ওই ছবির ক্যাপশনের কথাগুলোই নেটিজেনদের কাছে আলোচ্য হয়ে উঠেছে।

কাজল আরেফিন অমিকে শহরের সেরা নির্মাতা হিসেবে অভিহিত করে ফারিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ব্যাচেলর পয়েন্টের একটি অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। বর্ণনা করতে পারব না যে আমি কতটা খুশি। এখন আমি শহরের সেরা নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। নিঃসন্দেহে তিনিই সেরা। এত দিন পর ভালো একজন নির্মাতার সঙ্গে কাজ করে আনন্দ লাগছে।’

ফারিয়া শাহরিন রবিবার দুপুরে বলেন, আমরা এই মুহূর্তে নোয়াখালীতে রয়েছি। শুটিং চলছে। এখানে এসে আমাদের অবস্থা ভয়াবহ রকমের হয়ে যাচ্ছিল। হাজার হাজার মানুষ ব্যাচেলর পয়েন্ট টিমকে দেখতে ভিড় করছে। তাদের সামলানো কঠিন হয়ে যাচ্ছে। হিউজ ক্রাউডের মধ্যেই আমরা শুটিং করছি। আজ শেষ হবে নোয়াখালী পর্বের শুটিং।

নির্মাতা প্রসঙ্গে সাবেক এই লাক্স তারকা বলেন, ‘অমি ভাইকে সেরা নির্মাতা বলার অসংখ্য যুক্তি রয়েছে। তিনি একটি দৃশ্য সম্পন্ন করতে যে পরিশ্রম করেন, তা বলার মতো। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে তিনি যত্নের সঙ্গে মেইনটেন করেন। এ ছাড়া তার কাজ যে কাউকেই মুগ্ধ করবে। আমি তার সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সত্যি সৌভাগ্যবান বলেন আর সৌভাগ্যবতীই বলেন, সেটাই অনুভব করছি।’

দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে ভিড় করেন ব্যাচেলর অনেক নারী-পুরুষ। তাদের কেউ থাকেন মেসে, কেউ বা আবার দলবদ্ধ হয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করেন।

নগরীতে বসবাসরত ব্যাচেলরদের জীবনযাপন নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কমেডি ঘরানার নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English