সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার এলাকা থেকে রাসেল আহমদ (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকার ডেমরা এলাকার শুক্কুর মিয়ার ছেলে।
শুক্রবার জুম্মার নামাজের পর মাজারের কবরস্থানের পাশের কক্ষের গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে শাহজালাল মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আক্তারুজ্জামান পাঠান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাসেল আহমদ নামের ওই যুবক আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। পকেটে থাকা মোবাইল নিয়ে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তার পরিবারের সদস্যরা সিলেটে আসছেন বলে জানিয়েছেন।
আক্তারুজ্জামান পাঠান আরও বলেন, পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, রাসেল একজন মানসিক রোগী। কাউকে না বলে তিনি সিলেটে এসেছেন। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।