বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিক্ষক বিজন কুমার বৈরাগীর মৃত্যুতে আগৈলঝাড়ায় গভীর শোক

আগৈলঝাড়া প্রতিনিধিঃ এস এম শামীম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫১ জন নিউজটি পড়েছেন
শিক্ষক বিজন কুমার বৈরাগীর মৃত্যুতে আগৈলঝাড়ায় গভীর শোক

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বাংলা শিক্ষক বিজন কুমার বৈরাগী (৬৭) অসুস্থ হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

তাঁর পরিবার সূত্রে জানা গেছে, শিক্ষক বিজন কুমার বৈরাগী গত চারদিন ধরে অসুস্থ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। শিক্ষক বিজন কুমার বৈরাগী মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের নিজ বাড়িতে তাঁর অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

শিক্ষক বিজন কুমার বৈরাগী সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে অবসর গ্রহন করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল-১ আসনের সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English