মহামারী করোনাভাইরাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ফলে শিক্ষার্থীদের বেশিরভাগ সময় কাটছে বইয়ের পাতার বাইরে। বিভিন্ন এলাকায় সরেজমিন দেখা যায়, দিন দিন ইন্টারনেট ব্যবহৃত ফ্রি ফায়ার গেমে ঝুঁকে পড়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শুধু শহরে নয়, গ্রামের শিশু শিক্ষার্থীরাও ফ্রি ফায়ার নামক গেমের নেশায় জড়িয়ে পড়ছে।
নাম প্রকাশ না করার শর্তে এই বিষয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এ সময় শিক্ষার্থীরা ব্যস্ত থাকবে পড়ালেখাসহ শিক্ষা পাঠক্রম গ্রহণ নিয়ে ও খেলার মাঠে। সেখানে তারা ডিজিটাল তথ্যপ্রযুক্তির এ যুগে আসক্ত হচ্ছে বিভিন্ন গেমে। এসব বিদেশি গেম থেকে শিক্ষার্থী বা তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে। এ বিষয়ে পরিবারের অভিভাবকদের শিশুদের প্রতি বাড়তি নজর দিতে হবে।