সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শেষ চালানে আজ কলকাতা আসছে ২০০ টন ইলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

ভারতের পশ্চিমবঙ্গে আজ শনিবার আসছে আরও ২০০ টন ইলিশ। হিন্দুধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা সামনে রেখে কলকাতার ইলিশপ্রিয় ব্যক্তিদের কথা ভেবে বাংলাদেশ সরকার সব মিলিয়ে ১ হাজার ৮৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। বাংলাদেশের ৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান রপ্তানির এ অনুমতি পায়। সরকারের অনুমোদন পাওয়ার পর গত ১৪ সেপ্টেম্বর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ইলিশের প্রথম চালান আসে। প্রথম চালানে ছিল ২০ টন ইলিশ।

রপ্তানির আদেশ দেওয়ার সময়ই বাংলাদেশ সরকার নির্দেশ দিয়েছিল ১০ অক্টোবরের মধ্যেই ইলিশ রপ্তানির কার্যক্রম শেষ করতে হবে। সেই নির্দেশ মেনে আজ ইলিশের শেষ চালান ঢুকবে কলকাতায়।
জানা গেছে, ১৪ সেপ্টেম্বর থেকে প্রায় প্রতিদিনই ইলিশ আসছে কলকাতায়। গতকাল শুক্রবার সীমান্ত বন্ধ থাকায় কোনো ইলিশ আসেনি। তবে আজ শনিবার এ বছরের শেষ চালানে ২০০ টন ইলিশ আসছে। রপ্তানির আদেশ দেওয়ার সময়ই বাংলাদেশ সরকার নির্দেশ দিয়েছিল ১০ অক্টোবরের মধ্যেই ইলিশ রপ্তানির কার্যক্রম শেষ করতে হবে। সেই নির্দেশ মেনে আজ ইলিশের শেষ চালান ঢুকবে কলকাতায়।
২০১২ সালে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। পশ্চিমবঙ্গে অনেকের কাছে বাংলাদেশের ইলিশ খুব প্রিয়। কিন্তু রপ্তানি বন্ধ করে দেওয়ার কারণে তাঁরা বঞ্চিত হচ্ছিলেন। এ অবস্থায় গত বছর পূজার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির ব্যবস্থা করেছিলেন। আর এবার আসছে ১ হাজার ৮৫০ টন ইলিশ।

আজ শনিবার শেষ চালানে ইলিশ আসছে ১৫টি ট্রাকে করে। এসব ইলিশ আসছে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা থেকে। বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এ ইলিশ আসবে।
সৈয়দ আনোয়ার মকসুদ, সম্পাদক, কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন
জানতে চাইলে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ গতকাল শুক্রবার বলেন, বাংলাদেশ সরকার প্রথমে কলকাতায় ১ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। পরে আরও ৪০০ টন ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দেয়। আজ শনিবার শেষ চালানে ইলিশ আসছে ১৫টি ট্রাকে করে। এসব ইলিশ আসছে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা থেকে। বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এ ইলিশ আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English