ঝিনাইদহের সংঘাতপূর্ণ শৈলকুপা পৌরসভা নির্বাচন শনিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার দিনব্যাপী প্রার্থীদের সর্মথকরা ভোট কেন্দ্রগুলোর আশপাশে বুথ তৈরির কাজে ব্যস্ত ছিলেন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে কেন্দ্র এলাকা।
এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ছাড়াও একজন লড়ছেন স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসেবে। সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী আছেন ৩৬ জন এবং মহিলা কাউন্সিলর পদে রয়েছেন ১২ জন। ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৮ হাজার ৬৩২ জন। শুক্রবার বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতিমা লিজা শুক্রবার সন্ধ্যায় জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১৭ জন দায়িত্ব পালন করবেন। এছাড়াও দুই প্লাটুন বিজিবি ও র্যাব, ৪শ’পুলিশ সদস্য এবং ১৩৫ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সহিংসতায় প্রতিপক্ষের হামলায় নিহত লিয়াকত আলী বল্টুর ভাই ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত আলী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি হত্যা করেছেন। এ মামলায় ২০ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি বাপ্পী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে ভোটের প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় নিহত হন লিয়াকত আলী বল্টু।
অপরদিকে একই দিন গভীর রাতে বুধবার রাতে কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ কুমার নদ থেকে উদ্ধার করে পুলিশ। সব শেষ জানা গেছে, তার এ মৃত্যু বিষয়ে কোনো মামলা দায়ের করা হয়নি।