সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শ্রীলঙ্কায় আফ্রিদি ঝড়

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

চার-ছক্কার ফুলঝুরির সঙ্গে শহিদ আফ্রিদির ওতপ্রোতভাবে জড়িত । যতক্ষণ উইকেটে থাকেন, প্রতিপক্ষ বোলারদের নাভিশ্বাস তুলে ছাড়তে পারদর্শী তিনি। এটাই তার স্বভাবজাত বৈশিষ্ট্য। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) শুক্রবারও (২৭ নভেম্বর) এর ব্যতিক্রম কিছু করেননি। এদিন বুড়ো হাড়ের ভেল্কিতে ঝড় বইয়ে দেন জাফনা স্ট্যানিয়ন্সের ওপর। তারপরেও হেরে যায় তার দল গল গ্ল্যাডিয়েটর্স।

ফ্লাইট মিস করে নির্ধারিত সময়ের একদিন পর শ্রীলঙ্কা পৌঁছে দলের সাথে যোগ দেন আফ্রিদি। মাঠে অবশ্য এর কোনো প্রভাব পড়তে দেননি তিনি। ব্যাট করতে নেমে মাত্র ২৩ বলের মোকাবেলায় করেন ৫৮ রান। ৩ চারের পাশাপাশি হাঁকান ছয় ছয়টি ছক্কা। তাই টপ অর্ডাররা আলো ছড়াতে না পারলেও শেষ পর্যন্ত গল পায় ১৭৫ রানের পুঁজি। এরপর বল হাতেও নিজের কাজ সেরে ফেলেন তিনি। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২০ রান খরচ করেন সাবেক পাকিস্তান অধিনায়ক।

আফ্রিদির দুর্দান্ত পারফরম্যান্সেও অবশ্য জয়ের মুখ দেখা হয়নি গলের। জাফনার কাছে তারা হেরে যায় ৮ উইকেটের বড় ব্যবধানে। দলের হয়ে ম্যাচজয়ী ইনিংস খেলেন আভিশকা ফার্নান্দো। ৬৩ বলের মোকাবেলায় তার ৯২ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার এবং ৭ ছয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English