শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

সংলাপে বসছে ভারত-পাকিস্তান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৭৯ জন নিউজটি পড়েছেন
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান মহারণ ২৪ অক্টোবর

সিন্ধুর পানি বণ্টন নিয়ে আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার থেকে দিল্লিতে শুরু হবে দুদিনের এ বৈঠক।

দুই বছর পর আলোচনায় বসতে চলেছে প্রতিবেশী দেশ দুটি। সিন্ধুর পানি বণ্টন নিয়ে দুই দেশের বিশেষজ্ঞরা নিজেদের মতামত জানাবেন এই বৈঠকে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

পাকিস্তান জানিয়েছে, পার্মান্যান্ট ইন্ডাস কমিশনের ১১৬তম বৈঠকে যোগ দিতে ও পানিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য তাদের প্রতিনিধিদল ভারতে যাচ্ছে।

লাদাখে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প শুরু করেছে ভারত। এসব প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। সেই বিষয়েও আলোচনা হওয়ার কথা এ বৈঠকে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, চুক্তির আওতায় অনেক বিষয় রয়েছে। যেমন পাকাল দুল ও লোয়ার কালনাই হাইড্রোইলেকট্রনিক প্ল্যান্ট নিয়ে আগেই আমরা আমাদের আপত্তি জানিয়েছি। সেসব বিষয় নিয়ে এবার মুখোমুখি আলোচনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English