সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: দুদক সচিব

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনের নতুন সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

রোববার দুদকের মহাপরিচালক ও পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে কমিশনের শুদ্ধাচার ও নৈতিকতা কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে সচিব এ আহ্বান জানান।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় দুদক সচিব কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কর্মকর্তাদের সুচিন্তিত, সুপরিকল্পিত বিরামহীন কর্মপ্রয়াসের মাধ্যমে প্রতিষ্ঠানের মর্যাদা বিকশিত করতে হবে। শুদ্ধাচার, নৈতিকতার উন্নয়নসহ এ ধরনের কার্যক্রমের মাধ্যমেই প্রতিষ্ঠানটির জনআস্থা সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের প্রত্যেকের সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। নির্দিষ্ট সময়ে নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। নির্ধারিত দায়িত্ব পালনে যারা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে অপ্রিয় সিদ্ধান্ত নেওয়াই সমীচীন হবে বলে আমরা মনে করি।

দুদক সচিব বলেন, দুদকের কাজে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কমিশনের কার্যক্রম মনিটরিং ও দ্রুত করার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। দুদকের সব সমন্বিত জেলা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিষয়াদি সংক্রান্ত নথিগুলো ইলেকট্রনিক নথিতে (ই-নথি) উপস্থাপনের নির্দেশনা দিয়ে দুদক সচিব বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে অবশ্যই এ জাতীয় সব নথি ই-নথিতে উপস্থাপন করতে হবে। মানুষের সামাজিক মর্যাদা রক্ষায় সবাইকে কাজ করতে হবে। পাশাপাশি দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে দৃঢ় আইনি পদক্ষেপ নিতে হবে।

দুদকের প্রতিরোধ অনু বিভাগের মহাপরিচালক এ কে এম সোহেলের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য দেন দুদকের মানি লন্ডারিং অনু বিভাগের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ, বিশেষ তদন্ত অনু বিভাগের মহাপরিচালক সাঈদ মাহবুব খান, প্রশাসন অনু বিভাগের মহাপরিচালক মো. জহির রায়হান, তদন্ত অনু বিভাগের মহাপরিচালক মো. জাকির হোসেন, পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English