শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সপ্তাহের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

আবারও বাড়ল সোনার দাম। এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম এবার ভরিতে ২ হাজার ৪৫০ টাকা বেড়েছে। এতে ২২ ক্যারেটের ভরিপ্রতি সর্বোচ্চ দাম হবে ৭৬ হাজার ৪৫৮ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। আজ শুক্রবার থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ১৮ দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ে। বাজুস নির্ধারিত নতুন মূল্যতালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৪৫৮ টাকা। গতকাল পর্যন্ত এই মানের সেনার দাম ছিল ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৩ হাজার ৩০৮ টাকা। গতকাল পর্যন্ত বিক্রি হয় ৭০ হাজার ৮৫৮ টাকা করে।

একইভাবে ১৮ ক্যারেটের সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৬০ টাকা। গতকাল এই মানের সোনার দাম ছিল ৬২ হাজার ১১০ টাকা। সনাতন সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকা। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এর দাম ছিল ৫১ হাজার ৭৮৮ টাকা। এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রয়মূল্য ৯৩৩ টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English