রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সভাপতি পদে জয়ী হলেন ওমর সানী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডে’র নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ওমর সানী। নির্বাচনে ২৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দুপুর ২টা থেকে শুরু হয় ভোট, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ সময়ে ভোট দিতে আসেন চিত্রনায়িকা রোজিনা, মৌসুমী, শিল্পী, সঙ্গীতা, জেবা, রত্না, পলি, নিঝুম রুবিনা, রাহা তানহা খান, সুবাহসহ অনেকেই। আর নির্বাচনের ফল ঘোষণা করা হয় মধ্যরাতে।

ওমর সানী বলেন, ‘সম্মানিত ফিল্ম ক্লাবের সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ যে, আমাকে এবং আমার ফুল ক্যাবিনেটকে দায়িত্বভার দেওয়ার জন্য। আমি ওয়াদা করছি, আমি এবং আমার কেবিনেট তা অক্ষরে অক্ষরে পালন করব।’

এদিকে, ওমর সানীর প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মাহমুদুল হক পলাশ (৩১৫), নজরুল রাজ (২৯২), সৈয়দ রাফিউদ্দিন সেলিম (২২৭), ইঞ্জিনিয়ার এম এ জাহান (২৭৬), শ্রী অজিত রায় নন্দী (২৭২), মো. আবদুল্লাহ্ জেয়াদ (২৮৪), জাহিদ হোসেন (৩৩২), মোজাহারুল ইসলাম ওবায়েদ (৩২৫), এম এ কামাল (২৮২) ও জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর (৩১২)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English