রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সরাইলে দাফনের ৩ মাস পর কবর থেকে স্কুলছাত্রের লাশ উত্তোলন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দাফনের তিন মাস পর স্কুলছাত্রের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল গ্রামের হেলাল মিয়ার শিশু পুত্র ও আইরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র বায়েজিদের (৮) লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শফিকুল ইসলামের উপস্থিতিতে লাশটি কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৩ মে ২০২০ কাটানিসার গ্রামের মাসুক মিয়ার পুকুরের সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় বায়েজিদকে পাওয়া যায়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বায়েজিদের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। পরে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটিকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় মৃত্যুর ২ মাস পর নিহত বায়েজিদের বাবা হেলাল মিয়া গত ১৯ জুলাই ২০২০ ব্রাহ্মণবাড়িয়া আদালতে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করে। ২১ জুলাই ২০২০ আদালত লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেয়।

নিহতের পিতা হেলাল মিয়া অভিযোগে বলেন, তার ছেলে বায়েজিদকে প্রতিবেশী মাসুক মারধর করে তাদের বাড়ির পুকুরের সিড়িতে ফেলে চলে যান। ঘটনার ২ মাস পর এ ঘটনা জেনে তিনি এই মামলা করেছেন বলে উল্লেখ করেন।

সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও র্নিবাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা বলেন, আদালতের আদেশে সোমবার লাশটি কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, লাশটিতে পঁচন ধরলেও শরীরের সব জায়গায় মাংস আছে। ফরেনসিক নিরীক্ষায় সঠিক ফলাফলই আসবে। স্বাক্ষীরা বলছেন মুখের এক পাশে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরই পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English