বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সাতক্ষীরায় অবৈধ পথে ভারত থেকে আসা ৬ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১০৩ জন নিউজটি পড়েছেন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪

সাতক্ষীরায় বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা একই পরিবারের তিনজনসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার রাতে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার গাহোলি গ্রামের মো. আনারুল ইসলাম, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সিংহরা গ্রামের নয়ন সরকার, যশোরের অভয়নগর উপজেলার কুদলা গ্রামের মো. শরিফুল ফকির, খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের আলী আযম, তাঁর স্ত্রী মিনান নাহার ও ছেলে মো. আরিফ হোসেন।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ও সংক্রমণ প্রতিরোধে বিজিবি সাতক্ষীরা সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি টহল অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে সাতক্ষীরার হিজলদী, মাদরা, তলুইগাছা, ও বৈকারী সীমান্তে টহল দেওয়ার সময় ভারত থেকে অবৈধ পথে আসা ছয় বাংলাদেশিকে আটক করা হয়। পরে তাঁদের সাতক্ষীরা সদর উপজেলার পদ্ম শাখরা প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হবে।

এর আগে ২৮ মে সীমান্ত পেরিয়ে সাতক্ষীরায় আসা ৫৪ বাংলাদেশি ও ৩ মানব পাচারকারীকে আটক করে বিজিবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English