শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সাবেক স্ত্রীকে নিয়ে ভুয়া সংবাদ, মামলা করবেন অপূর্ব

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৫৫ জন নিউজটি পড়েছেন

চলতি বছরে ছোট পর্দার দর্শক প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তার স্ত্রী নাজিয়া হাসান অদিতির বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সেসময় তাদের দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের খবরে হতাশ হয়ে পড়েন ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি অপূর্বর সাবেক স্ত্রী অদিতিকে নিয়ে কিছু অনলাইন পোর্টাল ‘কুরুচিপূর্ণ’ সংবাদ প্রকাশ করে। আর তাতেই বেজাই চটেছেন তিনি। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে মামলাও করতে চলেছেন ‘বড় ছেলে’ খ্যাত এই তারকা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ একটি পোস্ট শেয়ার করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। সেখানে তিনি লিখেছেন, ‘গত দুইদিন যাবৎ লক্ষ্য করছি যে, কিছু ভুঁইফোড় পত্রিকা কোনো তথ্য প্রমাণ ছাড়াই আমার সাবেক স্ত্রী অদিতি ও আমাকে জড়িয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। যা আমাদের দু’জনের জন্যই অত্যন্ত বিব্রতকর। আমি আগেই বলেছি, অদিতির সঙ্গে আমি সংসার জীবনে না থাকলেও সে আমার সন্তানের মা। সুতরাং অদিতির সম্মান নিয়ে যারা নোংরা ধরনের খেলায় মাতবে তাদের কাউকে আমি ছেড়ে কথা বলব না।’

এই বিষয়টির প্রতিবাদ জানিয়ে ওই পোস্টে অপূর্ব আরও লেখেন, ‘গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশের একজন দূর্নীতিবাজের সঙ্গে আয়াশের মাকে জড়িয়ে এমন মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রচারের জন্য আমি দেশের সুনাগরিক হিসেবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু প্রতিবাদই নয়, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে এই ধরনের নোংরা মিথ্যাচার ছড়ানোর দায়ে এই সকল অনলাইন পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি। যা দ্রুতই সম্পন্ন হবে।’

আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করে সবশেষে তিনি লিখেছেন, ‘গোয়েন্দা সংস্থার নাম ভাঙ্গিয়ে অদিতি এবং আমার নাম জড়িয়ে মিথ্যাচার ছড়ানো অনলাইন পত্রিকাগুলোর বিরুদ্ধে আমি আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি। আবারও বলছি ঐসব পত্রিকার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি। এমনকি, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যারা নোংরা খেলার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আমি আইনের আওতায় আনবো। আমি আশা করব, মূলধারার গণমাধ্যম আমাকে এই ব্যাপারে সত্য প্রকাশ করে সহায়তা করবেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English