মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সাভারে ৭০০ পাখি উদ্ধার, চারজনের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট (ডাব্লিউসিসিইউ) ও র‌্যাবের যৌথ অভিযানে সাভারে বিভিন্ন প্রজাতির ৭১০টি পাখি উদ্ধার হয়েছে। এ সময় পাখিগুলো সংরক্ষণের সঙ্গে জড়িত চারজনের প্রত্যেককে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। শুক্রবার সকাল ১০টার দিকে সাভারের ইটখোলা এলাকায় বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ওসামান গণি, রফিকুল ইসলাম, চাঁন মিয়া ও রহমত আলী।

অসীম মল্লিক জানান, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে সকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিট্রেট সারোয়ার আলমের উপস্থিতিতে সাভারের ইটখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দুটি গোডাউন থেকে ২২০টি মুনিয়া, ৯০টি টিয়া ও ৪০০টি ঘুঘু পাখি উদ্ধার করা হয়। এ সময় পাখি সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত চারজনের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাষ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট। পরে পাখিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনহল এলাকায় অবমুক্ত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English