দুই দেশের মধ্যে সামরিক সংঘাত বেধে যায় এমন কোনো কর্মকাণ্ড না করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে চীনের সামরিক বাহিনী।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ড উসকানিমূলক শত্রুতার ইঙ্গিত দিচ্ছে। চীনা সেনাবাহিনী জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যাবে।
চীনা পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র কর্নেল লি হুয়ামিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ বিনা অনুমতিতে চীনের জলসীমায় প্রবেশ করেছে।
হুঁশিয়ারি উচ্চারণ করে কর্নেল লি হুয়ামিন বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে এই ধরনের উসকানিমূলক আচরণ বন্ধ করার আহ্বান জানাই। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দক্ষিণ চীন সাগরে বারবার ঝামেলা করেছে তারা। নৌ-চালনার স্বাধীনতার অজুহাতে যুক্তরাষ্ট্র সাগরে অনুশীলন করেছে। এই ধরনের পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব ও সুরক্ষা স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।’
চীন জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় যা প্রয়োজন তা করবে বলে হুঁশিয়ারি দেন এই সামরিক কর্মকর্তা।