শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সিংড়ায় বিরল বড় বাঘডাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম থেকে একটি বড় বাঘডাশ (Large Indian Civet) উদ্ধার করা হয়েছে। পরে ওই প্রাণীটিকে পাশের একটি জঙ্গলে অবমুক্ত করেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্যরা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকাল ৬টায় উপজেলার চৌগ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের শয়ন ঘরে ওই বাঘডাশটি ডুকে আটকা পড়ে। এতে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রাণীটিকে উদ্ধার করে রাজশাহী বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করেন পরিবেশ কর্মীরা। পরে এলাবাসীর সহযোগিতায় পাশের একটি জঙ্গলে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী আব্দুর রশিদ, শিক্ষক রাজু আহমেদ রাসেল, রবিউল ইসলাম প্রমূখ।
রাজশাহী বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক মো. জাহাঙ্গীর করিব বলেন, উদ্ধারকৃত প্রাণীটির নাম বড় বাঘডাশ। এদের বসবাস গভীর জঙ্গলে। এরা খাদ্য শৃংখলের গুরুত্বপূর্ণ অংশ এবং ফসলের ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে জীবনযাপন করে থাকে। তাছাড়া এই প্রাণী মানুষের কোন ক্ষতি করে না বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English