শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সিংড়ায় ২৫ হাজার গাছের চারা, ঢেউটিন ও চেক বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৪ জন নিউজটি পড়েছেন

নাটোরের সিংড়ায় ঢেউটিন এবং চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য অর্থ সহায়তার চেক ও অগ্নি দুর্ঘটনায়সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে ঢেউ টিন এবং চেক বিতরণ করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে ২ জনকে চিকিৎসা বাবদ ৫০ হাজার করে ১ লাখ টাকা প্রদান করা হয় এবং ১২ জনকে ২৪ বান্ডিল ঢেউটিন এবং ৭২ হাজার টাকা প্রদান করা হয়। পরে মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন জাতের ২৫ হাজার গাছের চারা তৃনমূল ছাত্রলীগের মাঝে বিতরণ করা হয়।

পরে “পল্লী উন্নয়নে সোনালী সোপান” শীর্ষক মুজিব বর্ষ উপলক্ষে বিআরডিবির ঋণ উৎসবে ঋণগ্রহীতাদের মাঝে অর্থ বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English