হিন্দি সিরিয়ালের শুটিং চলাকালে হঠাৎ অগ্নিকাণ্ড হয়েছে। শনিবারের এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ধারাবাহিকের দুই কেন্দ্রীয় অভিনেতা স্মৃতি ঝা ও শাব্বির আলুওয়ালিয়া। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
জিনিউজের প্রতিবেদন বলছে, শনিবার বিকেলে ‘কুমকুম ভাগ্য’র সেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে জানা গেছে। সেটে আগুন লাগার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা গেছে, প্রাণ বাঁচাতে সবাই দৌড়াচ্ছেন৷
এ ঘটনায় বড় ধরণের ক্ষয়ক্ষতি না হলেও শুটিংয়ে ব্যবহৃত জিনিসপত্র পুড়ে গেছে। দ্রুত ফায়ার সার্ভিস পৌঁছে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। অগ্নিকাণ্ডে বিষয়টি আচ পাওয়ার সঙ্গেই সমস্ত কলাকুশলীদের বাইরে বের করে আনা হয়।
এই মুহূর্তে প্রযোজক একতা কাপুরের সময়টাও ভালো যাচ্ছে না। সম্প্রতি তাঁর ‘কসৌটি জিন্দেগি কি’র তারকা পার্থ সামন্থনের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। এছাড়া বালাজি টেলিফিল্মসের এক্সিকিউটিভও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।