শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সিলেটে করোনার শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

সিলেটে করোনার সংক্রমণ থামার কোনো লক্ষণই যেন দেখা যাচ্ছে না। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। সংক্রমণের সংখ্যা সিলেট বিভাগে ১০ হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুসারে, আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৩১৪ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৯০৮ জন, মৌলভীবাজারে ১ হাজার ৩৫৮ জন এবং হবিগঞ্জে ১ হাজার ৪৩৬ জন হয়েছেন আক্রান্ত।
এদিকে, সিলেট বিভাগে গতকাল রবিবার সকাল পর্যন্ত মারা গেছেন ১৮১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ১২৯ জন মারা গেছেন সিলেট জেলায়। মারা যাওয়া বাকি ব্যক্তিদের ২০ জন সুনামগঞ্জের, ২০ জন মৌলভীবাজারের ও ১২ জন হবিগঞ্জের বাসিন্দা। করোনা থেকে সিলেট বিভাগের সুস্থ মানুষের সংখ্যা ৬ হাজার ২৪৬ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই না থাকা ও সর্বত্র অসচেতনতা বিরাজ করায় করোনার সংক্রমণ বাড়ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English