সিলেটে পুলিশের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সানন্দা মল্লিক (৩০) মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার কনস্টেবল বাসুদেব মল্লিকের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। রোববার দুপুরে বিমানবন্দর থানা পুলিশ ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিমানবন্দর থানার ওসি শাহাদাৎ হোসেন। তার দাবি, সানন্দা মানসিক রোগী। গত দুই সপ্তাহ আগে ডাক্তারও দেখানো হয়েছিল। সুরতহাল রিপোর্ট অনুযায়ী সানন্দা আত্মহত্যা করেছে বলেই পুলিশের সন্দেহ। তারপরও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কনস্টেবল বাসুদেব ও সানন্দার ১০ বছর ও ৩ বছরের দুটি মেয়ে রয়েছে। কনস্টেবল বাসুদেব মল্লিক ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে বিমানবন্দর থানাধীন মজুমদারি এলাকার ৮নং বাসার ৪র্থ তলায় ভাড়া থাকতেন। দুপুরে বাসার ড্রইং রুমে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সানন্দার লাশ পাওয়া যায়। ঘটনার সময় স্বামী বাসুদেব বাসায় থাকলেও ঘুমন্ত ছিলেন বলে পুলিশের দাবি।