সিলেট বিভাগে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্তি লাভ করেছেন ১১৬ জন। একই সময়ে করোনায়–সংক্রমিত হয়ে মারা গেছেন দুজন। দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৩৭৫ জন, এর মধ্যে ৩০০ জনই সিলেট জেলার বাসিন্দা। আজ বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪০ জন, সুনামগঞ্জে ১ ও মৌলভীবাজারে ১২ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৩৯২। এর মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৮৩০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৬১, হবিগঞ্জে ২ হাজার ৪২৯ ও মৌলভীবাজারে ২ হাজার ৩৭২ জন রয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, ২৪ ঘণ্টায় কারোনায় আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি। তবে করোনার সংক্রমণ ঝুঁকি কামাতে সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।