শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সীমান্তে চার পাকিস্তানি সেনার মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৭৩ জন নিউজটি পড়েছেন
পাক সহায়তায় আশকারা পাচ্ছে আফগান তালেবান, মত বিশেষজ্ঞের

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত ফের উত্তপ্ত হয়ে উঠেছে। আফগান সীমান্তের ওপার থেকে একদল বন্দুকধারীর ছোঁড়া গুলিতে চার পাকিস্তানি সেনা প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে সীমান্তে।

পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়, গতকাল বুধবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ঝব শহরের কাছে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার দিন একদল পাকিস্তানি সেনা আফগানিস্তান সীমান্তে বেড়া বসানোর কাজ পর্যবেক্ষণ করছিলেন। এসময় সীমান্তের ওপার থেকে আচমকা গুলি ছোঁড়ে বন্দুকধারীরা। জবাবে পাকিস্তানি সেনারাও পাল্টা গুলি চালায়। সূত্র : ডন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English