রেলমন্ত্রী বলেন, প্রথম পদক্ষেপ হিসেবে দোহাজারীতে ডেমু ট্রেন দেয়া হয়েছে। ট্রেন ব্যবস্থা সামনে আরো সম্প্রসারিত করতে নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। দোহাজারীতে একটি অত্যাধুনিক জংশন হবে। এখানে অনেকের কর্মসংস্থান হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি মেগা প্রকল্পের মধ্যে দুটি প্রকল্প রেলওয়ের। এর মধ্যে একটি হচ্ছে পদ্মাসেতুর সঙ্গে রেল যোগাযোগ, অপরটি হচ্ছে মিয়ানমার, চীন ও ভারতের সঙ্গে রেল সংযোগ।
তিনি জানান, ট্রেন ব্যবস্থার উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করছে সরকার।