সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সুদানের দারফুরে গোত্রীয় সংঘর্ষে নিহত ৮৪

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২৯ জন নিউজটি পড়েছেন

আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলে গোত্রীয় সংঘর্ষে অন্তত ৮৪ জন নিহত হয়েছে। রোববার এক বিবৃতিতে স্থানীয় সেন্ট্রাল কমিটি অব সুদান ডক্টরস (সিসিএসডি) এই তথ্য জানায়।

টুইটারে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘আল-জুনাইনা শহরে রক্তাক্ত ঘটনায় শনিবার সকাল থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪।’

সংঘর্ষে আরো ১৬০ জন আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।

এর আগে শনিবার দারফুরের আল-জুনাইনা শহরের আরব গোত্রের সাথে স্থানীয় মাসালিত গোত্রের সংঘর্ষ হয়। জাতিসঙ্ঘ ও আফ্রিকান ইউনিয়নের ১৩ বছরের শান্তিরক্ষা মিশন সমাপ্তির দুই সপ্তাহের মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটলো।

সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদুক এক টুইটার বার্তায় জানান, পরিস্থিতি পর্যব্ক্ষেণের জন্য নিরাপত্তা সংস্থাসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পশ্চিম দারফুরের ওই অঞ্চলে তিনি পাঠিয়েছেন।

২০০৩ সালে দারফুরের স্থানীয় জাতিগত সংখ্যালঘু অনারব বিদ্রোহীরা খার্তুমের বিরুদ্ধে বিদ্রোহ করলে বিদ্রোহ দমনে সরকারি বাহিনী ও আরব মিলিশিয়ারা সামরিক অভিযান চালায়। বিদ্রোহ দমন করতে গিয়ে সরকার ও আরব মিলিশিয়ারা নৃশংসতা চালায় বলে অভিযোগ রয়েছে।

জাতিসঙ্ঘের তথ্যানুসারে, সংঘাতে তিন লাখ লোক নিহত ও ২৫ লাখ লোক আশ্রয়হীন হয়ে পড়ে।

রক্তক্ষয়ী সংঘাতের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালে জাতিসঙ্ঘ ও আফ্রিকান ইউনিয়ন যৌথভাবে এ অঞ্চলে শান্তিরক্ষার জন্য মিশন পাঠায়। গত বছর ৩১ ডিসেম্বর এই মিশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English