পশ্চিম সুন্দরবনের দক্ষিণ তালপট্টির হলদিবুনিয়ায় বন বিভাগের পরিত্যক্ত অফিসে অভিযান চালিয়ে অপহৃত পাঁচ জেলেকে উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার সকালে তাদের উদ্ধার করা হয়। এ সময় বনদস্যুদের ব্যবহৃত একটি নৌকাও জব্দ করে পুলিশ।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের বুলবুল গাজী (৩২), ফজলুর রহমান (৪৫), রেজাউল ইসলাম (৩৮), হাফিজুর রহমান (৩২) ও আহমেদ কাগুজি (৪০)।
শ্যামনগরের ভেটখালি রায়নগর নৌপুলিশ অফিসার ইনচার্জ আক্কাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি তার কয়েকজন ফোর্স নিয়ে আমড়াতলি খাল এলাকার হলদিবুনিয়ায় বন বিভাগের পরিত্যক্ত অফিসে অভিযান চালান। এ সময় তিনি দেখতে পান কয়েক ব্যক্তি অজানা আতঙ্কের মধ্যে আটক রয়েছেন। তিনি তাদের মুক্ত করে নিয়ে আসেন।
উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন, তারা কৈখালি ফরেস্ট অফিস থেকে বৈধ পারমিট নিয়ে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরতে যান। ভারতীয় জলদস্যুরা হলদিবুনিয়া থেকে মাথাপিছু এক লাখ টাকা মুক্তিপণ দাবিতে তাদের আটক করে। কয়েক দিন ধরে তাদের ওপর তারা নির্যাতন চালায়।
‘খান বাহিনী’ নামের এই জলদস্যুদের চার সদস্যের হাতে রয়েছে দুইটি বন্দুক, একটি পিস্তল ও একাধিক ধারালো অস্ত্র।
আক্কাস আলী জানান, তাদের উদ্ধার করে আনা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হবে।