শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

‘সুশান্ত খুন হয়েছেন, প্রমাণ দিতে না পারলে পদ্মশ্রী ফিরিয়ে দেব’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

রিল লাইফ ‘এমএস ধোনি’ সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে, সে বিশ্বাসে এখনও অটল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

বিষয়টিকে সরাসরি খুন না বললেও সুশান্তকে জোর করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে বাধ্য করা হয়েছে বলে মনে করেন এই বলি কুইন।

আর বিষয়টি প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেবেন বলেও জানান কঙ্গনা।

সুশান্তের মৃত্যুর পর কঙ্গনা রানাওয়াত বলেছিলেন, ‌‘এটি আত্মহত্যা নয়, এই ঘটনাকে পরিকল্পিত খুন বলা চলে।’

এবার তিন বললেন, ‘আমি বলছি না কেউ চাইছিল সুশান্ত মরে যাক, তবে তারা মানসিকভাবে সুশান্তকে এমনটা করতে বাধ্য করেছে। সুশান্তের মৃত্যু নিয়ে আমি যা যা বলেছি, তা প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেব।’

এই বিষয়ে মুম্বাই পুলিশের সমালোচনা করে কঙ্গনা বলেন, মুম্বাই পুলিশের পক্ষ থেকে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। আমি বলেছি, আমি মানালিতে আছি, যদি আপনারা আমার বয়ান রেকর্ড করার জন্য কাউকে পাঠান, তাহলে আমি বয়ান দিতে পারি। তবে এরপর আমাকে আর কিছুই জানানো হয়নি।

কঙ্গনা আরও বলেন, মুম্বাই পুলিশ কেন করণ জোহর, রাজীব মাসান্দকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে না! তারা ক্ষমতাবান বলে? তারা শেখর সুমনকে কেন সমন পাঠানো হল, শেখর সুমনের মতো একজন ভালো লোককে কেন তলব করা হচ্ছে?’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English