সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সেরা ভ্যাটদাতা পুরস্কার পেল ১৪০ প্রতিষ্ঠান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৫৯ জন নিউজটি পড়েছেন

চলতি বছর জাতীয় কোষাগারে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদান করার স্বীকৃতি স্বরূপ ‘সেরা ভ্যাটদাতা’ পুরস্কার জিতেছে জাতীয় পর্যায়ে ৯টি এবং জেলাপর্যায়ে ১৩১টি প্রতিষ্ঠান। ২০১৮-১৯ অর্থবছরের ভ্যাটদাতা হিসেবে এসব প্রতিষ্ঠানকে গতকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবার জাতীয় পর্যায়ে উৎপাদন, ব্যবসা ও সেবা খাতে সম্মাননা পেয়েছে ৯ প্রতিষ্ঠান। উৎপাদন খাতে পপুলার ফার্মাসিউটিক্যালস, বার্জার পেইন্টস ও ফেয়ার ইলেকট্রনিক্স। ব্যবসা খাতে হ্যামকো করপোরেশন, সিমেন্স ও ইউনিমার্ট। সেবা খাতে সামিট কমিউনিকেশনস, কাতার এয়ারওয়েজ ও চিটাগাং ওয়্যার হাউজেস।

জেলা পর্যায়ে মোট ১৩১ প্রতিষ্ঠানকে উৎপাদন, ব্যবসা ও সেবা খাতে সম্মাননা দেওয়া হয়। ঢাকায় ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস, সিমেন্স হেলথ কেয়ার ও থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল। গাজীপুরে ড্রাগ ইন্টারন্যাশনাল, নিলয় মোটরস ও হাতিল কমপ্লেক্স। কিশোরগঞ্জে স্বপন কেমিক্যাল ওয়ার্কস, মোহন মোটরস ও মদন গোপাইল সুইট কেবিন। শেরপুরে এগ্রো অর্গানিক, ময়মনসিংহে গোপাল পালের প্রসিদ্ধ মণ্ডার দোকান, মুন্সীগঞ্জে ইস্কোয়্যার হেভি ইন্ডাস্ট্রিজ ও বনশ্রী ফার্নিচার, নারায়ণগঞ্জে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। নরসিংদীতে আরএফএল ইলেকট্রনিক্স, কালাচাঁন দাস ও নেটস্কোপ। মানিকগঞ্জে আকিজ স্টিল, পদ্মা রিভারভিউ, টাঙ্গাইলে মাসাফি ব্রেড অ্যান্ড বিস্কুট, যমুনা ট্রেডার্স ও গোপাল মিষ্টান্ন ভান্ডার। জামালপুরে হিমালয়া ড্রাগ, হাবিবুর রহমান অ্যান্ড সন্স ও হোটেল রাইয়্যান। চট্টগ্রামে এক্সক্লুসিভ ক্যান ও চৌধুরী টি ওয়্যারহাউস। বান্দরবানে ভেনাস রিসোর্ট, খাগড়াছড়িতে ফোর স্টার, রাজশাহীতে মুসলিম কসমেটিক্স, সপুরা সিল্ক্ক ও হোটেল ডালাস।

সিরাজগঞ্জে এমএ মাতিন কটন, শেফালী রহমান ও সুব্রত সুইটস, বগুড়ায় এ বি সিরামিকস ইন্ডাস্ট্রিজ, টাচ অ্যান্ড টেক ও এশিয়া সুইটমিট। পাবনায় স্কয়ার টয়লেট্রিজ, ফকির এন্টারপ্রাইজ ও বনলতা সুইটস। নাটোরে পিএসএস মেটাল, বিসমিল্লাহ মোটরস ও মৌচাক মিষ্টি ভান্ডার। নওগাঁয় মেঘলা এন্টারপ্রাইজ, জয়পুরহাটে রাসেল ট্রেডিং, চাঁপাইনবাবগঞ্জে আয়েশা এন্টারপ্রাইজ ও আলাউদ্দিন হোটেল। সিলেটে বঙ্গ বেকার্স ও গ্রিন লাইন, হবিগঞ্জে বঙ্গ বিল্ডিং মেটারিয়ালস, লুবনান ট্রেড কনসোর্টিয়াম ও আলম ফুড। সুনামগঞ্জে চৌধুরী লাইম ইন্ডাস্ট্রিজ, সুপ্রভা ইন্টারন্যাশনাল ও ইস্টার্ন মোটরস। মৌলভীবাজারে গ্রিন লিফ ইনোভেশন ও স্বাদ ব্রেড অ্যান্ড বিস্কুট।

কুমিল্লার শফিউল আলম স্টিল রি-রোলিং, লুবনান ট্রেড কনসোর্টিয়াম ইনফিনিটি ও বনফুল। লক্ষ্মীপুরে সিটি লুব ওয়েল ইন্ডাস্ট্রিজ, হরিণারায়ন মজুমদার অ্যান্ড সন্স ও হোটেল নুরজাহান। ব্রাহ্মণবাড়িয়ায় চৌধুরী রিফাইনারি, হোটেল উজানভাটি, ফেনীতে লিংক আপ স্টিল, মদিনা পলিমার ও হোটেল মিডনাইট। নোয়াখালীতে হুন্ডা গ্যালারি ও বিশ্বনাথ কর্মকার অ্যান্ড আদার্স, চাঁদপুরে চাঁদপুর লাইমস ও দি ক্যাফে ঝিল-২। খুলনায় আবদুল্লাহ ব্যাটারি ও টাইগার গার্ডেন। সাতক্ষীরায় চায়না বাংলা ফুডস ও শাহিন এন্টারপ্রাইজ। শরীয়তপুরে মনিকা কেমিক্যাল, এজি ট্রেডার্স ও চিত্ত ঘোষ মিষ্টান্ন। বাগেরহাটে এসকেএস এলপিজি, তারেক এন্টারপ্রাইজ ও হোটেল অভি। বরিশালে অলিম্পিক সিমেন্ট, নিউ পার্ক বাংলা ও হক মিষ্টান্ন। বরগুনার উজ্জল কেমিক্যাল ও রাব্বানী স্টোর, পিরোজপুরে তৌফিক ব্রাদার্স ডকইয়ার্ড, পটুয়াখালীর হাজি অ্যান্ড সন্স, মল্লিকা রেস্তোরাঁ, ঝালকাঠিতে সাবিহা কেমিক্যাল ও সারেং ফার্নিচার, যশোরে পানশাহী জর্দা, থ্রিআর অটো ও রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন।

রাজবাড়ীর বদরুন্নেসা কেমিক্যাল, আমিন বাজাজ ও হোটেল সালমা অ্যান্ড রেস্টুরেন্ট, মেহেরপুরে আল কাঈফ মোটরস ও বাসুদেব গ্র্যান্ড সন্স, মাগুরায় ভাই ভাই প্লাস্টিক, ডিউরেবল প্লাস্টিক ও হোটেল সোনার বাংলা। ফরিদপুরে রাজ্জাক ফুড অ্যান্ড বেভারেজ, তাজ ইন্টারন্যাশনাল ও হোটেল র‌্যাফেলস ইন। নড়াইলে নিরিবিলি পিকনিক স্পষ্ট। ঝিনাইদহে বিঅ্যান্ডটি মিটার ও ফসিয়ার মোটরসাইকেল সেন্টার, চুয়াডাঙ্গার বঙ্গ পিভিসি পাইপ ও তাজ মোটরস, গোপালগঞ্জে কাজী সৈয়দ আলী ও শরীফ ফার্নিচার, কুষ্টিয়ায় এম আর এস ইন্ডাস্ট্রিজ ও গ্রিন এন্টারপ্রাইজ।

রংপুরের মহুবর রহমান পার্টিকেল, লুবনান ট্রেড কনসোর্টিয়াম (রিচম্যান) ও বৈশাখী মিষ্টি মেলা। লালমনিরহাটে গোল্ডেন বিড়ি ফ্যাক্টরি, পঞ্চগড়ে কমলেশ ট্রেডার্স, সেন্ট্রাল গেস্ট হাউস, নীলফামারীতে ইকু পেপার মিলস ও শাকিল মোটরস, দিনাজপুরে আরবিপি ওভেন ইন্ডাস্ট্রিজ ও এস কে মোটরস। ঠাকুরগাঁওয়ে লায়ন সোপ ফ্যাক্টরি, করতোয়া কুরিয়ার পার্সেল অ্যান্ড সার্ভিস, গাইবান্ধা নিবারন চন্দ্র সাহা ও এসকেএস ইন, কুড়িগ্রামে বগুড়া দধি অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English