ফেনীর সোনাগাজীতে রোববার সকালে সালিশি বৈঠকে সশস্ত্র হামলা চালিয়েছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা। হামলায় এক নারীসহ ৭ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- শেখ মুজিব টিপু (২২), রেশমা আক্তার (৫৫), নূর উদ্দিন (২০), নূরনবী (২৩), আবুল হাসেম (৪০), আনোয়ার হোসেন মিন্টু (৩৫) এবং শেখ ফরিদ (২৮)। উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের হাদা ব্যাপারী কোনায় রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার,পুলিশ ও এলাকাবাসী জানান,দক্ষিণ চরদরবেশ গ্রামের আবদুল মালেকের সাথে একই গ্রামের প্রতিবেশী নূর ইসলামের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী রোববার সকালে বাড়িতে সালিশদাররা ও সার্ভেয়ার আমিন একত্রিত হন।
সালিশি বৈঠক চলাকালে নূর ইসলামের ভাড়াটে সন্ত্রাসী নূর আলম ভোড়া,শেখ ফরিদ,শাহ আলম,গিয়াস উদ্দিন,মো. রুবেল,মো. টিটু,জিয়া উদ্দিন,মো. আবদুল্লাহ ও আক্তারুজ্জামানের নেতৃত্বে ৩০-৩৫ জন সশস্ত্র সন্ত্রাসী আবদুল মালেকের স্ত্রীসহ পরিবারের সদস্যদের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালায়।
হামলায় শেখ মুজিব টিপু,রেশমা আক্তার,নূর উদ্দিন,নূরনবী,আবুল হাসেম,আনোয়ার হোসেন মিন্টু এবং শেখ ফরিদ আহত হন। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে আবদুল মালেক বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনের নামে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।