সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সোলাইমানি হত্যার বদলা নেবই: ইরানি সেনাপ্রধান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৬৫ জন নিউজটি পড়েছেন

মার্কিন হামলায় নিহত ইরানের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যার বদলা নেয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আলী বাকেরি। তিনি বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই।

কাসেম সোলাইমানি হত্যার বছরপূর্তির আগমুহূর্তে এক বাণীতে বাকেরি বৃহস্পতিবার এসব কথা বলেন।

সোলাইমানির চিন্তাধারা বোঝার ওপর গুরুত্বারোপ করে মোহাম্মদ বাকেরি বলেন, ইরান এবং অন্যান্য স্বাধীনতাকামী জাতিগুলো তার হত্যার প্রতিশোধ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসীরা বিনা প্রতিশোধে ছাড় পাবে না।

জেনারেল বাকেরি বলেন, ৩ জানুয়ারি হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসের অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক একটি দিন, যে দিন ইরানের সাহসী মানুষ শহীদ হয়েছেন। বিভিন্ন দেশের নিরাপত্তার জন্য বিশেষ করে মুসলিম উম্মাহর জন্য কাজ করেছেন অথচ তাকে কাপুরুষোচিতভাবে শত্রুরা হত্যা করেছে।

জেনারেল সোলাইমানিকে মোহাম্মাদ বাকেরি জাতীয় এবং ইসলামি দুনিয়ার বীর বলে আখ্যায়িত করেন। বলেন, কাসেম সোলাইমানি ছিলেন প্রতিরোধ ফ্রন্টের একজন মহান কমান্ডার, তিনি মুসলিম দেশগুলোকে শিশু হত্যাকারী ইসরাইলের বিরুদ্ধে একক কমান্ডের অধীনে আনতে সক্ষম হয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের দর্প চূর্ণ করেছিলেন।

প্রসঙ্গত ২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে ইরাকের বাগদাদে কাসেম সোলাইমানি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। ইরান এই হত্যার বদলা নেয়ার প্রতিজ্ঞা করে আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English