বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

স্পেন না ইংল্যান্ড, কোথায় যাচ্ছেন রোনালদো?

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪৫ জন নিউজটি পড়েছেন
রোনালদো

২০০৩ থেকে ২০০৯, ওল্ডট্রাফোর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন ছয়টি বছর। ইংল্যান্ডের এই ক্লাবটি থেকেই তারকা উত্থান। এরপর রেকর্ড গড়ে পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। ২০০৯ থেকে ২০১৮, নয়টি বছর সান্তিয়াগো বার্নাব্যু কাপিয়ে সিআরসেভেন পাড়ি জমান জুভেন্টাসে। ইংল্যান্ড থেকে স্পেন, তারপর ইতালি।

এবার রোনালদোর ঘরে ফেরার পালা। আর সেটা হতে পারে স্পেন, অথবা ইংল্যান্ড। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ জোরালোভাবেই এগিয়েছিল রোনালদোকে পেতে। কিন্তু কোচ কার্লো আনচেলত্তি বেকে যাওয়ায়, সে সম্ভাবনা কমে গেছে। নতুন খবর রোনালদোর নতুন ঠিকানা হতে পারে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিতে। যে দলটি আবার রোনালদোর সাবেক ক্লাব ম্যানইউর প্রবল নগর প্রতিদ্বন্দ্বী।

জুভেন্টাসে এখন খুব একটা ভালো নেই রোনালদো। ক্লাবটিতে চলছে আর্থিক টানাপোড়েন। কোচের সাথেও সম্পর্কটা ভালো যাচ্ছে না তার। সব মিলিয়ে ইতালি ছাড়তে রোনালদোও এক পায়ে দাঁড়িয়ে।

গত রোববার জানা গিয়েছিল সাবেক ক্লাব রিয়ালে ফিরছেন রোনালদো। কিন্তু রিয়ালের বর্তমান কোচ আনচেলত্তির একটি টুইট পানি ঢেলে দেয় তাতে। যেখানে আনচেলত্তি বলেন, ‘তাকে (রোনালদো) নতুন করে চুক্তির কোনো সম্ভাবনা দেখছি না। আমরা সামনের দিকে তাকাতে চাই।’

সেই খবরের ২৪ ঘণ্টা পর ইতালির খেলাধুলাভিত্তিক দৈনিক কোরিরে দেল্লো স্পোর্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে, চলতি দলবদলের মৌসুমেই নাকি জুভেন্টাস ছেড়ে ইংল্যান্ডের ক্লাব ম্যানসিটিতে নাম লেখাবেন রোনালদো।

প্রতিবেদন অনুযায়ী রোনালদোর ট্রান্সফার ফি আহামরি নয়। মাত্র ২৫ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৯২ কোটি টাকা। বর্তমানে জুভেন্টাসে প্রতি মৌসুমে ২৫.৫ মিলিয়ন পাউন্ড আয় করেন রোনালদো। তবে তার এই চুক্তির বাকি রয়েছে আর মাত্র ১০ মাস। তুরিনের ক্লাবটির সাথে রোনালদোর চুক্তি নবায়নের কোনো আভাস এখনো মেলেনি। রোনালদোর দিকে তাকিয়ে তাই ইউরোপের বড় বড় ক্লাবগুলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English