শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

স্বাস্থ্যমন্ত্রীকে সরে দাড়ানোর আহ্বান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

করোনা সংকটকালে যখন স্বাস্থ্য মন্ত্রনালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করার কথা ছিল। সেক্ষেত্রে এখন সমন্বয়হীনতা পরিকল্পনার অভাব, অব্যবস্থাপণা এবং দুর্নীতির ফলে মানুষের জীবনে গভীর সংকট সৃষ্টি হয়েছে। তাই এ খাতে দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির দাবি এবং অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীকে পদ থেকে সরে দাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি।

শনিবার (১৮ জুলাই ) সকাল ১১টায় মুগদা আইডিয়াল স্কুলের সামনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে “স্বাস্থ্য খাতে সুষ্ঠু ব্যবস্থাপণা ও বিনা মূল্যে কভিড-১৯ পরীক্ষার দাবিতে ” অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ উপরোক্ত দাবি রাখেন।

নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্যখাতকে পুনগর্ঠনের সাথে সাথে স্বাস্থ্যসেবার মান বাড়াতে চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার জন্য স্বাস্থ্যকর্মীদের ঝুঁকি ভাতা, এমনকি সাংবাদিকদেরও স্বাস্থ্য ঝুঁকি ভাতার অন্তর্ভুক্ত করার প্রয়োজন। মেহনতি শ্রমজীবি মানুষ যারা কায়িক পরিশ্রম করে সংসার চালায় তাদের দিকে নজর দিতে হবে। তাদেরকে বাচিয়ে রাখতে হবে।
নেতবৃন্দ বলেন, স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার ফলে সাহেদ, শাবরিনা গংদের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য খাতেকে সঠিক ভাবে পরিচালনা না করতে পারলে স্বাস্থ্যমন্ত্রীর উচিত দায়িত্ব থেকে সরে দাড়ানো। এবিষয়ে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, এখনও সময় আছে মৃত্যুর মিছিল থামানোর জন্য সমস্ত রাজনৈতিক দল এবং সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে হবে।

ঢাকা মহানগর কমিটির সদস্য ও মুগদা থানার নেতা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়। এছাড়াও বক্তব্য রাখেন, মুগদা থানার নেতা আরিফ চৌধুরী, আলমগীর হোসেন বাদশা, দেওয়ান শামছুল আরেফিন, ফয়সাল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English