শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থার দাবি যাত্রী কল্যাণ সমিতির

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬০ জন নিউজটি পড়েছেন

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একইসঙ্গে করোনা সংক্রমণ রোধে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে মোজাম্মেল হক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আসন্ন ঈদযাত্রায় সব পথের যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা না গেলে ভয়াবহ পরিণতি হতে পারে। তাই সব ধরনের গণপরিবহনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণে পরিবহন মালিক-শ্রমিকদের পাশাপাশি সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

বিবৃতিতে অভিযোগ করা হয়, গত কয়েকদিন ধরে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইক মহাসড়কে উঠে আসার কারণে এসব যানবাহনের সঙ্গে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে।

এ অবস্থায় ঈদযাত্রায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English