বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় তিন তারকাসহ আহত ৫, আইসিউতে ২ জন

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৯ জন নিউজটি পড়েছেন
সড়ক দুর্ঘটনায় তিন তারকাসহ আহত ৫, আইসিউতে ২ জন

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিন অভিনয় তারকাসহ পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ ও খাইরুল বাসার। নিশ্চিত হওয়া গেছে, দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেওয়া হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) ভোর ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে এই দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোরে ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নাম্বারের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এই গাড়িতে ছিলেন ওই তারকারা।

জুনায়েদ ও নাফিস মাথায় আঘাত পেয়েছেন। তাই তাদের আইসিইউতে রাখা হয়েছে। তারা চিকিৎসক এস এম আহমেদের তত্ত্বাবধানে আছেন। আর রাজ, তুষি ও বাশার তাদের শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা পেয়েছেন। তারা চিকিৎসক রেজাউল করিমের তত্ত্বাবধানে আছেন বলে জানিয়েছেন সাইদুর রহমান শুভ।

গুলশান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা পাঁচজনকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হসপিটালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English