সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

হলে হিন্দি ছবি দেখানোর পক্ষে চলচ্চিত্রের ৩ সংগঠন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫৯ জন নিউজটি পড়েছেন

দেশের হলগুলোতে হিন্দি ছবি প্রদর্শনের ব্যাপারে যে প্রস্তাব এসেছে, তাতে একমত প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পাশাপাশি সরকারের কাছে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের নীতিমালা সহজ করারও দাবি জানিয়েছে সংগঠন তিনটি।

বুধবার রাজধানীর একটি রেস্টুরেন্টে চলচ্চিত্র প্রদর্শক সমিতির আহ্বানে তিন সমিতির নেতারা হলে বিদেশি ছবি প্রদর্শনের ব্যাপারে দীর্ঘ বৈঠক করে এ মত দেন।

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে দেশের চলচ্চিত্র শিল্প। হলে চালানোর মতো তেমন সিনেমা হচ্ছে না। তাই সংকট কাটাতে দেশের হলে বিদেশি (হিন্দি) ছবি প্রদর্শনের প্রস্তাব করেন হল মালিকরা। হলগুলো বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে এ পদক্ষেপের বিকল্প নেই বলে মত তাদের। এরপর গত নভেম্বরে হল মালিক সমিতির নেতারা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেন। তবে প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে মত রয়েছে সংশ্লিষ্টদের।

বৈঠকে বক্তব্য রাখেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রমান গুলজার, প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, নির্মাতা সোহানুর রহমান সোহান, প্রদর্শক সমিতির সাবেক সভাপতি মির্জা আবদুল খালেক, প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, হল মালিক ও প্রদর্শক সমিতির সিনিয়র সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন এবং প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওয়াল হোসেন উজ্জ্বল।

দেশীয় নির্মাতা ও প্রযোজকদের স্বার্থ আগে দেখার আহ্বান জানিয়ে মুশফিকুর রমান গুলজার বলেন, বিদেশি ছবি আমদানি করলেও সবার আগে দেশের নির্মাতা ও সিনেমাকে প্রাধান্য দিতে হবে। আমরা কেবল দেশের চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে বিদেশি ছবি আমদানি করায় মত দিয়েছি।

খোরশেদ আলম খসরু বলেন, করোনার কারণে নতুন সিনেমা সংকটে হলগুলো। এ পরিস্থিতি বিবেচনায় আমরা বিদেশি সিনেমা আমদানি করায় ঐকমত্য। তবে দেশীয় নির্মাতা এবং প্রযোজক ও সিনেমার স্বার্থ আগে দেখতে হবে।

সংকটকালে তিন সংগঠনের ঐকমত্যে আসাটা খুবই দরকার ছিল বলে মন্তব্য করেন হল মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন। তিনি বলেন, বিদেশি ছবি আমদানি করে না চালালে হলগুলো একটা সময় বন্ধ হয়ে যাবে। আমরা গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তে পৌঁছেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English