জুমার দিনে গোসল আবদুল্লাহ ইবনু উমার রা: থেকে বর্ণিতÑ রাসূলুল্লাহ সা: মিম্বারের ওপর দাঁড়ানো অবস্থায় বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমার সালাতে যায় সে যেন গোসল করে।’ (সহিহ মুসলিম : ১৮৩৭)