শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

হুয়াওয়ের প্রশিক্ষণ পাবেন বাংলাদেশের ১০ শিক্ষার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিষ্ঠান হুয়াওয়ে সম্প্রতি দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১০ জন শিক্ষার্থীকে ‘আইসিটি ট্যালেন্ট’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ‘সিডস ফর দ্য ফিউচার ২০২০’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বাছাই করেছে। শিক্ষার্থীরা হুয়াওয়ের প্রশিক্ষণ পাবেন।

মোট ৫০০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার ফল (সিজিপিএ), তাৎক্ষণিক পরীক্ষা এবং নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী প্রতিষ্ঠানের ওপর শিক্ষার্থীদের দেওয়া উপস্থাপনার ওপর ভিত্তি করে শেষ পর্যন্ত ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। ২ সেপ্টেম্বর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

হুয়াওয়ে পাঁচ বছর ধরে বাংলাদেশে এই সিডস ফর দ্য ফিউচার কর্মসূচি আয়োজন করে আসছে। সাধারণত নির্বাচিত শিক্ষার্থীরা চীনে একটি দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণে অংশ নিয়ে থাকেন। তবে এ বছর কোভিড-১৯ সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে প্রশিক্ষণ পর্বটি অনলাইনে হবে।

পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে ফাইভ–জি, ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ডিজিটাল ইকোনমি, খাতের প্রবণতা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। হুয়াওয়ের বিশেষজ্ঞ ও অতিথিদের সঙ্গে লাইভ-স্ট্রিমড সেশন থাকবে। অন্যদিকে নেতৃত্বগুণ প্রসঙ্গেও আলোকপাত করা হবে।

সিডস ফর দ্য ফিউচার ২০২০–এর বিজয়ীরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আফসারা বেনজির ও খন্দকার মুশফিকুর রহমান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তাসনিয়া সুলতানা ও আবদুল্লাহ আল মিরাজ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাবেয়া তুস সাদিয়া ও অমিত কর্মকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদিবা তাবাসসুম চৌধুরী ও আরিফুর রহমান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফারিয়া রহমান ও ফয়েজ-উল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English