রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ও-লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রবিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত থেকে স্কুলের দেয়ালে প্রতিবাদী দেয়াল লিখন করেছে তার সহপাঠী ও শিক্ষার্থীরা।
*সারা রাত ধরে মাস্টারমাইন্ড স্কুলের দেয়ালে প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী প্রতিবাদী দেয়াল লিখেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেয়।
*প্রতিবাদী দেয়াল লিখনে তারা ছবি অংকন করে লিখেন ‘পাল্টা আঘাত’, ‘সহপাঠী হত্যার বিচার চাই’, ‘ধর্ষণের রীতি বন্ধ কর, ধর্ষণের সংস্কৃতি রুখে দাও’, ‘আমি যেখানেই যাই, আমার পোশাক যাই হোক, হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না’।
এর আগে গত শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পান্থপথ মোড়ে এক মানববন্ধনে ডিএনএ টেস্ট রিপোর্ট দ্রুত না পেলে দেশব্যাপী বিক্ষোভ করার হুঁশিয়ারি দেন তারা।